আজকের তারিখ- Sun-19-05-2024

চিলমারীতে কলেজ অধ্যক্ষকে অপসারনের দাবীতে মানববন্ধন

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে অবস্থিত চিলমারী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মনের আর্থিক দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অদক্ষতা, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ও দায়িত্ব থেকে অপসারনের দাবীতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষকরা। সোমবার বেলা ১১টায় চিলমারী মহিলা ডিগ্রী কলেজের সামনে কেসি রাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মনের নানা অনিয়ম-দুর্নীতি তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ আবু হানিফা, মোঃ নাজমুল হুদা পারভেজ, মোঃ কামরুজ্জামন, মোঃ রফিকুল ইসলাম স্বপন, মোঃ ফজলুল হক প্রমুখ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের নিকট হতে অতিরিক্ত ফিস আদায়, কলেজের গাছ ও পুরাতন ভবন নিলামে বিক্রি করা, পুরাতন ভবনের আসবাবপত্র বিক্রি ও সরকার কর্তৃক কলেজের জমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের কথা উল্লেখ করে বক্তারা বলেন, চিলমারী মহিলা ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সহিত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছিল। কলেজটির সাবেক অধ্যক্ষ অবসরে গেলে উপাধ্যক্ষ জীতেন্দ্র নাথ বর্মন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন ধরনের অনিয়ম ও আর্থিক দুর্নীতি করে আসছেন। এতে কলেজটির শিক্ষার্থী পাঠদানসহ প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মনকে ভারপ্রাপ্ত পদ থেকে অপসারন করে স্বপদে ফিরিয়ে না দেয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা দাবী করে জানান, ওই শিক্ষকরা স্বাক্ষর করে চলে যান ক্লাস করেন না। আমি এদের সিএল দিয়েছিলাম ও অনুপস্থিত করেছিলাম এর কারণে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে এবং অপমান করে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )