স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে রিক্তা আখতার বানু বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে স্পেশাল এডুকেটর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্পিচ এইড বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্রলীগ এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে স্পিচ এইড বাংলাদেশ এর কো-ফাউন্ডার ও ডিরেক্টর কৌশিক আহম্মেদ কবির, বাংলাদেশ ছাত্রলীগের উপ-অটিজম বিষয়ক সম্পাদক ও স্পিচ এইড বাংলাদেশ এর ডিরেক্টর আনোয়ারুল কবির দিপু, কো-ফাউন্ডার ও চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর জহুরল ইসলাম সাদিক ও ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মোহাইমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply