স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকার ক্ষতিগ্রস্থ ও নদী ভাঙ্গনে হুমকির সম্মূক্ষীন গ্রামবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে গ্রামবাসীদের পক্ষে বক্তব্য প্রদান করেন মোঃ আশিকুর রহমানসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তব্যে আশিকুর রহমান জানান এলাকার বালু খেকো মাসুদ দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্রের কোল ঘেসে প্রতিতজমি হইতে জোর পূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বিভিন্ন সময় এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানালেও তিনি বেপরোয়া ভাবে ট্রলির মাধ্যমে বালু সরবরাহ করে আসছেন। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ জনসাধারনের চলাচলের ব্যঘাত সৃষ্টি হয়। এব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রকার সুরাহা না হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে গণস্বাক্ষরের অনুলিপি প্রদান করা হয়। মানববন্ধনে এলাকার নারী পুরুষ কোমলমতি শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply