ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেছেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়, বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল। এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।
তিনি শুক্রবার বিকাল ৫টায় কাঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি ছেড়ে আমি আওয়ামী লীগে এসেছি কারণ হচ্ছে আমি স্বাধীন চেতা মানুষ। ব্যাঙের মূত্রে আছাড় খাওয়া লোক আমরা না। বাঘের গর্জন শোনা যায় কিন্তু শিয়ালের হুক্কা হুয়া বড় বিচ্ছিরি রকম লাগে। আমি লক্ষ্য করেছি যদি কোনো দল নির্বাচনে না যায়, সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। দল করে মানুষ নির্বাচন করার জন্য। সব নির্বাচনে দল জিতবে এমন কথা নেই। সংসদে প্রতিনিধি থাকলেই গণতান্ত্রিক ব্যবস্থা পরিপূর্ণ হয়।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। সভায় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply