আজকের তারিখ- Sat-18-05-2024

উলিপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘তারণ্য গড়বে সমতার পৃথিবী’ এ শ্লোগানের মধ্য দিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘মর্যাদায় গড়ি সমতা শীর্ষক যুব সমাবেশ’। এ উপলক্ষে সোমবার কুড়িগ্রাম উলিপুর বিজয় মঞ্চ থেকে একটি যুব শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। পরে বিজয় মঞ্চে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ।
উলিপুর যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) সোহেল সুলতান জুলকার নাইন কবীর, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক শাহানা আকতার, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, উলিপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, বেসরকারী উন্নয়ন সংগঠন এমজেএসকেএস-এর প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, প্রকল্প পরিচালক ইসফাতুল কবীর প্রমূখ।
বক্তারা বলেন, যুব সমাজের প্রত্যয় এবং প্রতিরোধের মাধ্যমে দূর হবে বাল্য বিবাহ, মাদকের ভয়াল গ্রাসসহ সমাজের সকল অপকর্ম। সেই সাথে জেন্ডার ভিত্তিক সমতা এবং সম মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে উঠবে সমতার পৃথিবী।
উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সীডার অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংগঠন মহিদেব যুব সমাজ কল্যান সমিতি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ও গুণাইগাছ ইউনিয়নের ১৪টি গ্রামে যুবদের সংগঠিত করে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )