আজকের তারিখ- Thu-09-05-2024

রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধে ঠনঠনিপাড়ায় মারামারি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: গত ৫ মাস আগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার(৬ আগস্ট) সকালে আবারও মারামারি সংঘটিত হয়েছে। এতে আব্দুল আলিম (৫৫) ও সবুজ মিয়া (২০) নামের দু’ব্যক্তি আহত হয়েছেন। আহতদের রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলছেন, আহতরা শঙ্কামুক্ত। তবে পুলিশের ভয়ে অপরপক্ষ পলাতক থাকায় ওই পক্ষের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। ওই সময় আহত ব্যবসায়ী শহিদুলের পক্ষ থেকে রৌমারী থানায় একটি মামলা দেয়া হয়েছিল। গত ৫ মাসেও সে মামলার চার্জশিট দেয়া হয়নি। বাদিপক্ষের অভিযোগ, বরং একটি সুবিধাভোগী মহলের পক্ষ থেকেই বারংবার মামলা তুলে নেয়া ও মিমাংসার জন্য চাপ দেয়া হচ্ছিল।
ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালের দিকে আমার বাড়ির সামনে এসে আব্দুল আলিম ও তার ছেলে সবুজ মিয়াসহ ১০/১২ জন লোক এসে মামলা তুলে নেয়ার হুমকি দিতে থাকলে বাকবিতÐার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা বলে যে, মামলা তুলে না নিলে এবার পিটিয়ে হাত পা গুঁড়ো করে দেয়া হবে। এমতাবস্থায় হাতাহাতি শুরু হয়। এতে আব্দুল আলিম মাথায় আঘাতপ্রাপ্ত হন।
তবে এ কথা উড়িয়ে দিয়েছেন আহত আব্দুল আলিম। তিনি বলেন, তাদের বাড়ির সামনে দিয়ে বাজারে যাওয়ার পথে অতর্কিত হামলা চালায় শহিদুল গ্রæপ। আমি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হই। আমার ছেলেও আহত হয়।
উল্লেখ্য, গত ২১ ফেব্রæয়ারি বিকেলে রৌমারীর ঠনঠনিপাড়া গ্রামে শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করা হয়। পরে তাকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার শহিদুলকে রাতেই রংপুর মেডিকেলে রেফার্ড করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কড়াইকান্দি এলাকার কদম আলী ও ঠনঠনিপাড়া গ্রামের আলিম উদ্দিনের (৫৫) সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে চলতি বছরের ২১ ফেব্রæয়ারি শুক্রবার বিকেল ৩টার দিকে কদম আলীর ছেলে শহিদুল ইসলাম ব্যবসায়ীক কাজে রৌমারী বাজারে যাওয়ার সময় আলিম উদ্দিনসহ ১৫/২০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিতে হামলা চালায়। এতে রামদায়ের কোপে গুরুতর আহত হন শহিদুল। শহিদুল আহত হওয়ার পর তার টাকার ব্যাগটি ছিনতাই করা হয়। ব্যাগে ৪ লাখ ৭০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিল বলে মামলার বাদি জানিয়েছেন।
এ ঘটনায় আহত শহিদুলের বড় ভাই চাঁন মিয়া বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ওইদিন রাতেই রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করা হয়। যার চার্জশিট আজও দেয়া হয়নি।
এ মামলার আইও এসআই তাওহিদুর রহমান জানান, সঠিক ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে চার্জশিট দাখিলে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী দু’একদিনের মধ্যে দেয়া হবে।
মারামারি ও পূর্ব মামলার রেশ ধরে মারামারির ঘটনায় আবারও থানায় মামলা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে রৌমারী থানার ওসি হাসান ইনাম বলেন, এখন পর্যন্ত (বৃহস্পতিবার বিকেল ৩টা) কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )