আজকের তারিখ- Sat-08-02-2025
 **   হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার **   এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা **   শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি **   চিলমারীতে শুরু হলো পন্ডিত বইমেলা ॥ উদ্বোধন করলেন কবি ও গীতিকার হাসান ফকরী **   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের **   চিলমারীতে বিনামূল্যে মুরগি বিতরণ **   দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ **   সম্পত্তি দখলের অভিযোগ, অবশেষে মুখ খুললেন পপি **   প্রাইমকোট ছাড়াই রাস্তা কার্পেটিং, স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তা  **   পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

কানেকটিভিটিতে লাভ দেখছে বাংলাদেশ

যুগের খবর ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর কানেকটিভিটির মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকর। তিনি মনে করেন, যদি তথ্য, বাণিজ্য ও অর্থনীতির বিভিন্ন স্তরে যোগাযোগটা আরও পোক্ত করা যায়, তবে এই অঞ্চলের সামগ্রিক ভূ-অর্থনীতির চেহারাই বদলে যাবে। আর এই পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে বঙ্গোপসাগর।

বাংলাদেশকে আঞ্চলিক ‘কানেকটিভিটি সেন্টার’ হিসেবে গড়ে তোলাকে লাভজনকই মনে করছে সরকার। এ কারণে ভারত, মিয়ানমারসহ এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত ঢাকা।

জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, এ বিষয়টাকে উইন-উইন (দুতরফা লাভ) দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার। ‘ভারত সব নিয়ে যাচ্ছে’ এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। সবদেশই তাদের জাতীয় স্বার্থে পদক্ষেপ নেয়। বাংলাদেশ বা ভারত ব্যতিক্রম নয়। আমরা কিভাবে এই কানেকটিভিটির মাধ্যমে লাভ বের করে আনতে পারি সেটা আমাদের ঠিক করতে হবে।”

কেন কানেকটিভিটি?

২০২১ সালে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়েছে বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে পৌঁছানোই পরবর্তী লক্ষ্য।

পররাষ্ট্রসচিব বলেন, ‘এটি করতে হলে ১০ শতাংশ প্রবৃদ্ধিতে টেকসইভাবে এগুতে হবে। বাংলাদেশের বর্তমান অবস্থায় সাত-আট শতাংশ হারে আগানো সম্ভব। বাড়তি দুই শতাংশ অর্জনে বাড়তি কিছু করতে হবে। এই বাড়তিটাই হচ্ছে কানেকটিভিটি ও তথ্য প্রযুক্তির উন্নয়ন।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘চট্টগ্রামের মাতারবাড়িতে জাপান বড় আকারে বিনিয়োগ করছে। যেখানে গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ অনেক কিছু হচ্ছে। ওই অঞ্চলে যা হচ্ছে, তা যদি শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যবহৃত হয়, তবে অনেক সক্ষমতা অব্যবহৃত অবস্থায় থাকবে। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা ও কানেকটিভিটির মাধ্যমে এর পূর্ণ ব্যবহার সম্ভব।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘গত মাসে জয় শংকর আসাম সফরের সময় কানেকটিভিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ওই সময় ভারতে জাপানের রাষ্ট্রদূত তার সঙ্গে ছিলেন। আমার সঙ্গেও গত সপ্তাহে জাপানের পররাষ্ট্রসচিবের বৈঠকে দক্ষিণ চট্টগ্রামের বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।’

শুধু মাতারবাড়ি নয়, পটুয়াখালীতে পায়রা বন্দর বা রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মতো বড় প্রকল্প যখন শেষ হবে তখন অভ্যন্তরীণ চাহিদা দিয়ে এর পূর্ণ ব্যবহার সম্ভব হবে না। তখন আমাদের অন্য সম্ভাবনা খুঁজে দেখতে হবে বলেও তিনি জানান।

কানেকটিভিটিতে কী হবে?

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা কতগুলো পয়েন্ট চিহ্নিত করেছি। ভারতও করেছে। এগুলোর সংযুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে কোনটি বাংলাদেশের জন্য বেশি আর কোনটি কম লাভজনক, তা খুঁজে বের করতে হবে।’

পাশাপাশি ভারতের সঙ্গে কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ চুক্তি করতে যৌথ গবেষণার জন্য সম্মত হয়েছে দুই দেশ।

তিনি বলেন, ‘আমরা স্বল্পোন্নত তালিকা থেকে বের হয়েছি। এখন বড় লিগে খেলতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি করতে হবে। তারা আমাদের কিছু সুবিধা দেবে, বিনিময়ে আমরা কিছু দেবো। আগের মতো একতরফা সুবিধা পাওয়া যাবে না।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )