আজকের তারিখ- Sun-12-05-2024

কর্তব্য পালনে যে পিছ পা হয় না সেই প্রকৃত সৈনিক: নৌ প্রতিমন্ত্রী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শৃঙ্খলাই সৈনিকের মূল পরিচিতি। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছ পা হয় না সেই প্রকৃত সৈনিক। বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) চারটি মূলনীতি ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতায়’ উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে তাদের ওপর অর্পিত যেকোন দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করতে হবে সীমান্তে অতন্ত্র প্রহরী বিজিবি সদস্যদেরকে।

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, দেশের সার্বভৌমত্ত্ব ও অক্ষন্ডতা রক্ষা করাই বিজিবি সদদ্যের কাজ। তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ওপরেই নির্ভর করবে তোমার ওপর অর্পিত দায়িত্বের সফলতা ও বিজিবির সম্মান ও গৌরব।
ফুলবাড়ীস্থ ২৯ বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে মাঠে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া (পিএসসি), ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি), দিনাজপুর জেলা প্রশাসক মো. খালেদ মাহমুদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে ফুলবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রের সব বিষয়ে সেরা রিক্রুট হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রশিক্ষণার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
উল্লেখ্য, ২১৯ জন রিক্রুট নিয়ে ৯৬তম রিক্রুট ব্যাচের ২৪ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ গত ৩১ জানুয়ারি ফুলবাড়ী রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। ওই প্রশিক্ষণ শেষে শনিবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যেমে তাদের সৈনিক জীবনের সূচনা হয়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )